শরিয়তপুর জেলা সখিপুর থানার ডিএমখালি সরদার কান্দী নিহত জাফর (৩০) সরদার কান্দি মৃত শাহআলম ছেলে। অভিযুক্ত স্বপন (২৮) আলাওলপুর, গরীবেরচর, ৩ নং ওয়ার্ড, ফজলুল হক হাওলাদার কান্দির বাসিন্দা। সরদার কান্দি নিহত জাফরের স্বপনের বিবাহ করে স্থায়ীভাবে বসবাস করছেন। নিহত ও অভিযুক্ত সম্পর্কে আপন বোন জামাই ও সমন্ধি হয়। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে জাফরের নিজ বাড়ীতে। রাতে জাফর আর স্বপন একই রুমে রাত্রি যাপন করেন এবং গভীর রাতে মাথায় আঘাত করলপ তাৎক্ষণিক মৃত্যু হয় বলে পরিবারের লোকজন জানায়। এক পর্যায়ে অভিযুক্ত স্বপন পালিয়ে যায় গরীবেরচর এলাকার স্থানীয় লোকজন স্বপনকে আটক করে সখিপুর থানায় পেরন করেন।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য শরিয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে। আসামী কে আটক করে জেল হাজতে রাখা হয়েছে।