তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে (ঢাক) আন্ত:স্কুল ও আন্ত:কলেজ গোল্ডকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪.৩০ মিনিটে সরকারি শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদপুর, মাঠে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা জেলা ক্রীড়া অফিস।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিনাত ফৌজিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ, (ঢাকা) এর অধ্যক্ষ জনাব মোঃ মুমিনুল হাসান।স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব সুমন কুমার মিত্র।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সংগঠক সায়মন চৌধুরী। ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।উল্লেখ্য,জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ঢাকা জেলা (বালক) পর্যায়ে কেরানীগঞ্জ উপজেলা সাভার উপজেলার মোকাবেলা করে।সেখানে চ্যাম্পিয়ন হয় কেরানীগঞ্জ উপজেলা এবং (বালিকা) পর্যায়ে কেরানীগঞ্জ উপজেলা মোকাবেলা করে ধামরাই উপজেলাকে।সেখানে কেরানীগঞ্জ উপজেলা রানার্সআপ হয়।