শুক্রবার (১৭ জানুয়ারী) সখিপুর ডিএমখালি ইউনিয়ের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত দেলোয়ার হোসেন মাঝিট এর রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশ নেন।ডিএমখালি ইউনিয়ন বিএনপির এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা মরহুমের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন এবং তার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তিনি সমাজের জন্য যে অবদান রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।”পরিশেষে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।