হাবিবউল্লাহ কলেজে প্রথমবারের মতো উদযাপিত হলো বাঙালির ঐতিহ্যবাহী পৌষপার্বণ। ০৮ জানুয়ারি বুধবার কলেজ ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। নতুন ধান, খেজুরের গুড়, আর বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজনে মুখরিত ছিল পুরো দিন।উৎসবের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন তিনি বলেন, “পৌষপার্বণ শুধু উৎসব নয়, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। নতুন প্রজন্মকে এর সঙ্গে পরিচিত করানো আমাদের দায়িত্ব।”কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পিঠা মেলায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, দুধপুলি, এবং নকশি পিঠার বিভিন্ন স্টল সবাইকে মুগ্ধ করেছে। পাশাপাশি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির লোকগান ও নৃত্য পরিবেশিত হয়, যা দর্শকদের মন কাড়ে।উৎসবে উপস্থিত ছাত্রছাত্রীরা জানান, এমন আয়োজন তাদের ঐতিহ্যের প্রতি আরও বেশি টান তৈরি করে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উৎসবে অংশগ্রহণ করেন।এই উৎসবের মধ্য দিয়ে হাবিবউল্লাহ কলেজ শুধু শিক্ষার প্রতিষ্ঠানই নয়, সংস্কৃতির ধারক ও বাহক হিসেবেও নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছে।