শরীয়তপুরের সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৪ টায় আংগারিয়া ইউনিয়ন এর দাদপুর নতুনহাট বাজারে এই অনুষ্ঠান আয়োজিত হয়।শরীয়তপুর জেলা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক এনাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি বি, এম হারুন অর রশিদ।আংগারিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন মোড়ল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা।এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি আরিফ মোল্লা, সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবু খান, পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট লুৎফর রহমান ঢালী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক ঢালী, শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মৃধা নজরুল ইসলাম কবির, আংগারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, আংগারিয়া বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন। সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমত জাহান ইলোরা হাওলাদার সহ আরও অনেকে।সমাবেশে বক্তারা কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন, এবং সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।