শরীয়তপুর প্রতিনিধি:
ইংরেজি নববর্ষ উদযাপনে দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। বিশেষ এই দিনে প্রিয়জনের হাতে একটি ফুল তুলে দিতে মরিয়া ফুলপ্রেমীরা। এই চাহিদা পূরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন শরীয়তপুর শহরের ফুলের দোকানিরা।মঙ্গলবার (০১ জানুয়ারি ) ভোরে সরজমিনে দেখা গেছে ফুলের দোকানে ব্যস্ততার চিত্র। ইংরেজি নতুন বছরকে ফুল কিনতে দোকানে দোকানে ভিড় করেছেন তরুণ-তরুণী, যুবক-যুবতীসহ সকল বয়সের মানুষ।শরীয়তপুর শহরের ফুলের দোকানি ইউসুফ জানান, ইংরেজি নববর্ষকে ঘিরে বেড়েছে বেচা-কেনা। এইদিনে সকল বয়সের মানুষ তাদের প্রিয়জনকে ফুল দিয়ে নতুন বছর টা উৎযাপন করে।শরীয়তপুর শহরের ফুলের বাগান ঘরের সত্ত্বাধিকারি মুনসুর বলেন, ফেব্রুয়ারি মাসে আমাদের ফুলের সবচেয়ে ভালো ব্যবসা হয়। ওই মাসে ফুলের চাহিদা বেশি থাকে। তাছাড়া আজকের এই দিনটিতে ফুলের চাহিদা বেশি থাকে। বিশেষ করে গোলাম ও রজনীগন্ধা ফুল বেশি চলে।
বায়েজিদ নামের এক যুবক বলেন, বছরের শেষের দিনে এসে দেখি ফুলের দাম কিছুটা বেশি। তারপরও আজ কিছু গোলাপ, রজনিগন্ধা ও জারবেরা ফুল কিনেছি। আমার ভালোবাসার মানুষকে এই দিনে উপহার দেব। প্রতি বছরই তাকে আকর্ষণীয় কিছু উপহার দেই। কিন্তু ফুলের চেয়ে সুন্দর কিছু আর নেই।
প্রিয়জনকে ফুল দেওয়ার জন্য শহরে ছুটে এসেছে রফিক, তিনি বলেন, গ্রামে ফুলের দোকান নাই তাই শহরে ফুল কিনতে এসেছি। একটি বছর চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে। তাই নতুন যেই বছর আসবে তা যেন ভালো কাটে। আমি তাই আমার ভালোবাসার মানুষকে ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাবো।শরীয়তপুর পৌর শহরের সরকারি গার্লস স্কুলের সামনে ফুল বিক্রির বেশ কিছু দোকান রয়েছে। এখানে ফুল ক্রয় করতে আসা ক্রেতারা বলছেন, নিজের কাছের মানুষদের নতুন বছরে উপহার হিসেবে ফুল দিতে ছুটে এসেছেন দোকানে। দাম কিছুটা বাড়তি হলেও ফুল কিনতে পেরে খুশি তারা।