তুমি ফিরে এসো
আমার হৃদয় নগরে,
মন ছুয়ে যাবো
তোমার প্রাণে।
তোমাকে ছাড়া নিঃস্ব লাগে
আমার এই বুক পাঁজরে,
পথের ধারে আছি
আজও আমি দাঁড়িয়ে।
জেনে রেখো তুমি
প্রেম রেখেছি আমি ধরে,
অন্তরে রয়েছ তবুও দূরে
শত অভিমান শত অভিযোগে।
তোমার ব্যথা তো
বুঝিনি আমি আগে,
জানিনা কোন ভুলে
তুমি দেখলেনা আমায় পিছু ফিরে।
তুমি রেখেছ আমায় শুন্য করে
জীবন নগরী মন ঘরে,
নিঃস্ব -নিঃস্ব লাগে
আমার এই অন্তর শহরে।
প্রেম করেছি তোমার সাথে
মায়ার দৃঢ়তার বন্ধনে,
তোমার মায়াজালে
আমি যে বাঁধা পড়েছি কবে।
আমি শুধু তোমাকে চেয়েছি
চোখের শ্রাবণধারায় নীরব ভিড়ে,
আজও তোমায় মনে পড়ে ভীষণ
ফিরে এসো অভিমান করো না।
আমি প্রেম রেখেছি ধরে
তোমার জন্যে
তুমি আমার
অনুভূতির অন্তরে