সখিপুর থানা যুব দলের পক্ষ থেকে আজ (২৮ ডিসেম্বর) সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শরিয়তপুর জেলা সভাপতি এবং তার সহধর্মিণী ফারহানা কাদির লাভন্য সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সখিপুর থানার শফিকুর রহমানের বাসস্থান বালার বাজার এ অনুষ্ঠিত হয়। যুব দলের নেতারা শফিকুর রহমান কিরন এবং তার সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শফিকুর রহমান কিরন বক্তব্যে বলেন, “যুবরাই দেশের ভবিষ্যৎ, আর তাদের হাত ধরে দল আরও শক্তিশালী এবং সুসংগঠিত হবে। আমি যুব সমাজের উন্নয়ন এবং তাদের নেতৃত্ব তৈরিতে সবসময় পাশে আছি।”তার সহধর্মিণীও যুবদের কর্মকাণ্ডে উৎসাহ প্রদান করেন এবং তাদের একতার ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে সখিপুর থানা যুব দলের সভাপতি মাসুম বালা , সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শফিকুর রহমান কিরনের নেতৃত্ব এবং দিকনির্দেশনায় কাজ করে দলের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।অনুষ্ঠানের শেষে শফিকুর রহমান কিরন ও তার সহধর্মিণীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সখিপুর থানা যুব দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।