শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি পরিচয় দিয়ে এমএ কাইয়ুম চুন্নু মুন্সীর অর্থের বিনিময়ে বিভিন্ন ইউনিট কমিটি গঠন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পুর্নবাসন করায় শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক দলের তৃণমূলের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে জেলা শহরের হাসপাতালের সামনে থেকে শ্রমিক দল নেতা মাহমুদুল হক মামুন ও দিপু মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।পরে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক দল নেতা মাহমুদুল হক মামুন, দিপু মোল্লা, শুকুর মাদবর, মজনু সিকদার, জাহাঙ্গীর মাদবর, মহসিন সরদার, জিল্লু বেপারী, কেএম বাবু, আমির মাদবর,জব্বর মাদবর প্রমূখ। এতে শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।এসময় শ্রমিক নেতা মাহমুদুল হক মামুন ও দিপু মোল্লা বলেন, দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলা শ্রমিকদলের কমিটি নাই। তবে শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি পরিচয় দিয়ে এমএ কাইয়ুম চুন্নু মুন্সী অর্থের বিনিময়ে বিভিন্ন ইউনিট কমিটি গঠন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পুর্নবাসন করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চুন্নু মুন্সীকে আজীবনের জন্য দল থেকে বহিস্কার ও বিচার দাবি করছি।তবে এসব অভিযোগ অস্বীকার করে এমএ কাইয়ুম চুন্নু মুন্সী বলেন, আমি বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শরীয়তপুর সব ইউনিটের কমিটি রয়েছে। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে তারা শ্রমিক দলের কেউ না