শরীয়তপুরের ডামুড্যায় অভিযান চালিয়ে ১ টি অবৈধ ইট ভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব ডামুড্যা নামক জায়গায় মেসার্স পাইক (হাওলাদার) ব্রিক্স নামক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক।
এ সময় ফায়ার সার্ভিস এর সহযোগিতায় ভাটার আগুন নিভিয়ে এবং এক্সেভেটর দিয়ে কিলন ভেঙ্গে ইটভাটাটি বন্ধ করে দেন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুসরণে দুই লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর এর সহকারী পরিচালক জনাব মোঃ রাসেল নোমান। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান জানান, পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে ইটভাটাটিতে অভিযান পরিচালনা করা হয়। ফায়ার সার্ভিস এর সহযোগিতায় ভাটার আগুন নিভিয়ে এক্সেভেটর দিয়ে কিলন ভেঙ্গে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয় এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।এ সময়ে ভ্রাম্যমান আদালতে ফায়ার সার্ভিস, ডামুড্যা, ডামুড্যা থানার পুলিশ সদস্যবৃন্দ, পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর এর সকল সদস্য উপস্থিত ছিলেন।