শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় তিন ব্যাক্তিকে মারধর করে এবং মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীদের পরিবার।আজ মঙ্গলবার(১০ই ডিসেম্বর)দুপুর ১ টায় উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর লঞ্চ ঘাটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।ভুক্তভোগীদের তিন পরিবারের বাবা, মা আত্তীয় স্বজনরা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন,গত ৩রা ডিসেম্বর রিফাত(২০) পিতা কাশেম বাবুর্চি, জিহাদ(২১)পিতা স্বপন খাঁ, ফাহাদ(২০)গিয়াছদ্দীন, এবং জিসান (১৭)পিতা ফারুক ঢালী,তারা ব্যবসায়ী তাগাদার টাকা নিয়ে ঘড়িষার বাজার থেকে বাইক নিয়ে আসার সময় ইছাপাশা গ্রামে পীর বক্স মৃধার বাড়ির সামনে আসলে পীর বক্স মৃধার হুকুমে মোটরসাইকেল আরহীদের গতিরোধ করে আনুমানিক ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত।তারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে।এ সময় ব্যাবসার ৭লক্ষ টাকা বাইক সহ ৩ টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এবং তাদের মারধর করে গুরুতর আহত করে পরে নড়িয়া থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে মূলফৎগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ বিষয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুফতি মাহমুদুল হাসান বলেন,যেদিন হামলা করা হয়, সেদিন আমার কাছে ফোন কল করে বিষয় টি জানালে আমি তাৎক্ষণিক পুলিশকে ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে মূলফৎগঞ্জ হসপিটাল নিয়ে যায়। যে ছেলেদের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে তাদের আমি চিনি,তারা ভদ্র পরিবারের সন্তান এবং ব্যবসায়ীক ছেলে ।তাদেরকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে সন্ত্রাসী বাহিনী রিফাত, জিহাদ,ফাহাদ,এবং জিসানের উপর হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদানের দাবি করছি।