চারটি গ্রামের জন্য একটি রাস্তা ও ব্রিজ দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়।স্থানীয়রা জানিয়েছেন বারবার সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ।জানা গেছে, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান স্টেশন যাওয়ার রোড থেকে মালেক ঢালীর বাড়ী পর্যন্ত গত দুই বছর আগে ইটের সলিং করা হয়। নম কান্দী যাওয়ার সড়কটি শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির সম্পূর্ণ অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে গেছে।এই রাস্তা দিয়ে নম কান্দি,আব্দুল হক বেপারির কান্দি, টুকু বেপারির কান্দি, দেওয়ান কান্দি গ্রামের হাজারো মানুষের চলাচল,ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন যাত্রীরা।স্থানীয়রা জানান, তারা এলজিইডি বিভাগে বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো সাড়া পাননি।এলাকার ভুক্তভোগী জানান গত ২ বছর আগে এলজিডি মাধ্যমে মালেক ঢালীর বাড়ী পর্যন্ত এক কিলোমিটার ইটের সলিং করা হয় কিন্তু এখন পর্যন্ত পাকা হয় নাই কিন্তু বর্তমানে রাস্তার বেশির ভাগ স্থানেই ইট না থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বিদ্যালয়ে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় যুবক দাদন মালত জানান, রাস্তায় অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুঘর্টনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষেরও নাভিশ্বাস ওঠে যায়।স্থানীয় ইউপি সদস্য মাইনুদ্দিন বেপারি বলেন রাস্তাটি চলাচলে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেন। সেই সঙ্গে রাস্তাটি সংস্কারে চেরম্যানের মাধ্যমে উদ্যোগ নেওয়ার কথাও জানান।এদিকে উত্তর তারাবুনিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আক্তার আসামী বলেন আমাদের ইউনিয়নের সরকার থেকে বরাদ্দ পেলে রাস্তাটি শিগগিরই সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।