এসময় আতঙ্কিত হয়ে পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার ৬৮ নং তারাবুনিয়া মোল্লা বাড়ী সরকারি প্রাথমিক এ ঘটনা ঘটে।তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে পরিত্যক্ত ভবনের একটি শ্রেণি কক্ষে হঠাৎ আগুন দেখা যায়।মুহূর্তে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে শ্রেণি কক্ষ থেকে দ্রুত বেড়িয়ে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে এলাকাবাসী ও শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।এ সময় শ্রেণি কক্ষ দুটিতে থাকা লাইট ফ্যান, দরজা জানালাসহ পুরাতন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।৬৮ নং তারাবুনিয়া মোল্লা বাড়ী সরকারি প্রাথমিক শিক্ষক মিজানুর রহমান জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের স্কুলে নতুন ভবন হওয়ায় পুরাতন পরিত্যক্ত ভবনে কোন ক্লাস হয় না।বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।