1. info@sangbadshariatpur.com : সংবাদ শরীয়তপুর : সংবাদ শরীয়তপুর
  2. info@www.sangbadshariatpur.com : সংবাদ শরীয়তপুর :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বলিউড তারকা সাইফ আলী খানের উপর হা-ম-লা-কা-রী আটককৃত বাংলাদেশী মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: শীতার্তদের পাশে সাবেক এমপি শফিকুর রহমান কিরন ইসলামি পাঠাগারের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রয়াত আলহাজ্ব দেলোয়ার হোসেন মাাঝির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কুবি ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ করল সমন্বয়করা শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সভাপতি সাগীর সম্পাদক মফিদুল ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চরভাগা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর’ জাজিরা থানার ভেতর থেকে (ওসি) আল-আমিন এর ঝু-ল-ন্ত ম-র-দে-হ হাবিবউল্লাহ কলেজে জমকালো পৌষপার্বণ ও পিঠাপুলির উৎসব

প্রত্যন্ত গ্রামে থেকেও মাসে আয় দুই লাখ টাকা যুবকের

সংবাদ শরীয়তপুর ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর কাছেই শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চলে বেরে ওঠা এই যুবকের নাম সাকিল মিয়া। দশম শ্রেণিতে পড়ার সময়ে ইউটিউবে ভিডিও দেখে অনলাইনে আয় করার সিদ্ধান্ত নেন। প্রত্যন্ত অঞ্চলে বাড়ি হওয়ায় ইন্টারনেটের নেটওয়ার্ক ছিলো বড় বাঁধা। গাছের ডালে পকেট রাউটার রেখে অনলাইনে কাজ শুরু করেন এই যুবক।ইউটিউবে কনটেন্ট তৈরি করে অল্প দিনের মধ্যেই আসে সফলতা। তবে, পরীক্ষা চলে আসায় ইউটিউব থেকে দূরে থাকালে কমে যায় শাকিল মিয়ার চ্যানেলের ভিউ। এর পরেই তিনি ফ্রিল্যান্সার হিসেবে শুরু করেন ওয়েব ডেভেলপের কাজ। বর্তমানে শাকিল ফ্রিল্যান্সার হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট করে মাসে প্রায় দুই হাজার মার্কিন ডলার আয় করেন। এই টাকা দিয়ে নিজের এবং পরিবারের স্বপ্ন পূরণ করছেন তিনি।শাকিল মিয়ার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজ উদ্দিন মুন্সি কান্দি গ্রামে। বাবা ইসমাইল মুন্সি কৃষি কাজ করেন। মা সেফালী বেগম গৃহবধূ। তিন ভাই বোনের মধ্যে শাকিল সবার ছোট।

শাকিল উপজেলার বি.কে নগর ইউনিয়নের বি.কে নগর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে মাধ্যমিক এবং সরকারি বি.কে. নগর বঙ্গবন্ধু কলেজ থেকে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। গত বছর তিনি ঢাকার তেজগাঁও কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হন।পরিবার সুত্রে জানাযায়, কোনো প্রশিক্ষণ ছাড়াই ২০১৫ সালে বোনের পুরাতন ফোন থেকে ইউটিউবে টেক কন্টেন্ট তৈরি শুরু করেন শকিল। এবং সাফল্যও পান তিনি। আয়ের পাশাপাশি ইউটিউব থেকে সিলভার প্লে-বাটনও পেয়ে যান। এসএসসি পরীক্ষা চলে আসায় ৫ মাস কাজ বন্ধ রাখতে হয় তাকে। ফলে ইউটিউবে তার চ্যানেলে ভিউ আসা কমে যায়। পরবর্তীতে ইউটিউবে ফ্রিল্যান্সিংয়ে আয়ের বিষয়ে জানতে পারেন তিনি। অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে শুরু করেন ওয়েব ডেভেলপমেন্টের কাজ। এরপর আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন শাকিল। মাসে তিনি ১ লাখ ৭৯ হাজার টাকা ঘরে বসেই আয় করেন। এই টাকা নিয়ে তিনি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তার এমন সাফল্যে খুশি বাবা-মাও।বাবা ইসমাইল মুন্সি বলেন, ছেলে যখন অনলাইনে কাজ করতো ওকে বলতাম পড়াশোনা শেষ করে চাকরি করতে। শাকিল অনলাইনে কাজ করবে বলে জানায়। বর্তমানে ও নিজের আয় করা টাকা দিয়ে গাড়ি কিনেছে। জায়গা-জমি কিনেছে। আমাদেরকে সাহায্য করছে। আমরা ওর এমন সাফল্যে গর্বিত।শাকিলের মা সেফালী বেগম বলেন, ছেলেকে বিদেশ পাঠাবো বলে ভেবেছিলাম। ছেলে বিদেশ যায়নি। সে বলেছিল ঘরে বসে বিদেশের টাকা ইনকাম করবে। আমার ছেলে ওর কথা রেখেছে। ওর বন্ধুরা যখন বিদেশে যায় টাকা ইনকাম করতে, সে সময়ে আমার ছেলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যায় বেড়াতে। আমরা ওকে নিয়ে অনেক গর্ববোধ করি।স্থানীয় যুবক রাসেদুল ইসলাম বলেন, আমাদের এলাকার বড় ভাই শাকিল। অনলাইনে লাখ টাকা আয় করেন। আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, ইচ্ছে আছে ভাইয়ের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখে আমিও টাকা রোজগার করবো।’শাকিল বলেন, আমাদের এই এলাকাটি প্রত্যন্ত একটি অঞ্চল। আমি যখন ২০১৫ সালের দিকে প্রথম অনলাইনে কাজ শুরু করি, তখন নেটওয়ার্ক খুবই সমস্যা করতো। তখন আমার কাছে একটি পকেট রাউটার ছিল। সেটা আমি আমাদের বাড়ির একটি গাছের ডালে রেখে অনলাইনে কাজ করতাম। পকেটে রাউটার নিয়ে ঘুরতাম। প্রথম আমি যে কাজটি করেছিলাম তাতে ৫০ ডলার পাই ও টিপস হিসেবে অতিরিক্ত ৫ ডলার পাই। বর্তমানে আমি প্রতিমাসে অন্তত প্রায় ২০০০ হাজার ডলার আয় করি। যা বাংলাদেশি টাকায় অন্তত ২ লাখ টাকার মতো।তিনি আরও বলেন, শিক্ষিত বেকার যুবকদের উদ্দেশ্যে বলেন, অনেকেই আমার কাছে আসেন ফ্রিল্যান্সিং শিখতে। আমার ইচ্ছে আছে এ অঞ্চলের শিক্ষিত বেকার যুবকদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার ইচ্ছা আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট