তুমি আমার
ভালোবাসার ঘুম
তবু তোমায় নিয়ে
আমি স্বপ্ন দেখিনা।
তুমি আমার
অফরান্ত সুখ
তবু তোমায় নিয়ে
আমি মিথ্যে ঘর বাধিনা।
তুমি আমার মন খোলা আকাশ
তবু আমি কখনো সূর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত
আমি যে তোমার সময় জানিনা।
তুমি আমার হৃদয়ের অনুভব
তবু তোমায় বুঝতে পারিনা
তুমি যে কখন রঙ বদলাবে
প্রেম বাতাসে তাও জানিনা।
তুমি আমার বুকের অনুভূতি
জাগ্রত প্রেমের কবিতা
তুমি যে কখন আমার
হবে সব বাঁধা পেরিয়ে তাও জানিনা।
পৃথিবীর কোথাও নেই তুমি
আছো শুধু আমার পাঁজরে
তুমি যে কখন খেলা করো
আমার কবিতা ঘরে তাও জানিনা।
ভালোবাসি তোমাকে
বহুবার বলছি
তবু তুমি ঘুমাও আমার
গহীন গভীরতায়।