আমি এমন মানুষ পেলাম না
এই শহরে যে আমায় ব্যথা দিলো না
চোখের জলে বুক ভাসাইলাম
আমায় কেউ তো মুছে দিলো না।
মানুষের মুখ দেখিয়া মনের
ভাষা বোঝা বড়ো দায়
এই পৃথিবীর মানুষগুলো
বড়োই স্বার্থপর।
আমি ভালোবেসে
ভালোবাসার মানুষ পাইলাম না
তবে তোমায় আমি
আজো চিনলাম না।
আমি এমন মানুষ পেলামনা
সত্যি কথা বলে আমায় ব্যথা দিলো না
যেথায় যাই শুধু দেখি
মিথ্যে সুখের চাহিদা।
টাকা ছাড়া মেয়ে পাখি
কারো বুকে বসে না
কি যেন কি বলে বাতাসের
মিথ্যে সুরের আভাসে।
এই শহরে শুধুই তো ছলনা
হায়রে মানুষ বুঝেও তো বুঝো না
আমি এমন মানুষ পেলাম না
যে আমায় ব্যথা দিলো না।
“”লেখক- কবি মোঃ মনির সরদার””